চীন মাত্র ১৯ দিনে ভবন নির্মাণ করল ৫৭ তলা
মধ্য চীনে মাত্র ১৯ দিনে একটি গগনচুম্বী অট্টালিকা তৈরি করে তাক লাগাল একটি চীনা কনস্ট্রাকশন সংস্থা। ৫৭ তলা উঁচু ওই স্কাইস্ক্র্যাপার এ ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে বিশ্বের উচ্চতম বলেও দাবি করেছে ওই সংস্থা। আয়তাকার ওই বহুতলটি তৈরি হয়েছে মূলত কাঁচ ও স্টিল দিয়ে। গাণিতিক নিয়মে প্রতিদিন তৈরি হয়েছে তিনতলা করে, জানিয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জিয়াও চ্যাঙ্গেঙ্গ। […]